Header Border

ঢাকা, রবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৯৬°সে

আয়কর কমিশনার জামাল আহমেদ আর নেই

সময় সংবাদ লাইভ রিপোর্ট:  আয়কর কমিশনার জামাল আহমেদ আর নেই। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি ও কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জামাল আহমেদ বিসিএস (কর) ১৩ তম ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কর আপীল অঞ্চল-৩ এর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এই কর্মকর্তার এক সহকর্মী জানান, জামাল বেশ কিছুদিন ধরে কিডনি, লিভার ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তামান্না পারভীন ও ছেলে অখিলপ্রিয় জামালিকে রেখে গেছেন।

বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক ও কর কমিশনার লুৎফুল আজীম জানান, স্যার নানান জটিল রোগে ভুগছিলেন। ১৭ জুন অসুস্থ হয়ে পড়লে এবং শ্বাসকষ্ট বাড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

লুৎফুল আজীম বলেন, প্রথম অবস্থায় লিভার ফেইলিউর করলেও পরে লিভার কিছুটা কাজ করেছে। কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। তবে উচ্চ রক্তচাপ একেবারেই ডাউন হয়েছে। চেষ্টা করেও পেশার বাড়ানো যায়নি। আইসিইউতে ভর্তি ছিলেন। গত রাতে অবস্থার অবনতি হয়। সকালে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পুলিশকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
অনিয়ম-মাস্তানি-পেশিশক্তি কঠোরভাবে দমন করবো : সিইসি
নারী উদ্যোক্তাদের সহায়তায় সৌদি আরবের নতুন ভিসা প্রোগ্রাম
ফ্রান্সে দেশীয় চলচ্চিত্র প্রসারে কাজ করবে দূতাবাস ও বাচসাস
ভাসমান বেডে সবজি চাষ দেখে মুগ্ধ ইসিমুড সদস্যরা

আরও খবর