Header Border

ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৯৬°সে

একটানা ক্ষমতায় থাকায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে : প্রধানমন্ত্রী

সময় সংবাদ রিপোর্ট:নিজের ভাগ্য গড়ার জন্য না, বাংলাদেশের জনগণের ভাগ্য গড়তেই রাজনীতি করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের ভাগ্য গড়ার জন্য না, বাংলাদেশের জনগণের ভাগ্য গড়ার জন্যই আমার রাজনীতি। আমার তো হারাবার কিছু নেই। বাবা-মা ভাই সব হারিয়েছি। বাংলাদেশের জনগণ, যে জনগণের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন। জোর-জুলুম অত্যাচার সহ্য করেছেন। নিজের জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন। সেই জনগণের ভাগ্য গড়াটাই আমার একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। তাই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে।’

২০১৪ সালের নির্বাচন ঠেকানোর নামে বিএনপি আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই মানুষ হত্যা করায় ছিল তাদের কাজ। কিন্তু বাংলাদেশের মানুষ  তাদের প্রতিরোধ করে। নির্বাচন হয় আমরা জয়ী হয়ে সরকার গঠন করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পর পর দুবার একটানা ক্ষমতায় ছিলাম বলে আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। মানুষের জীবন মান বদলেছে, মানুষের জীবন উন্নত হচ্ছে, স্বাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পড়াশুনা করছে, স্কুলগুলোর উন্নতি করেছি।মানুষের ভাগ্য আমরা গড়ে তুলছি।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মানববন্ধনে নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি
আন্দোলন জোরদার করতে নতুন কৌশলে বিরোধী দলগুলো
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
পছন্দের থানায় যেতে ওসিদের দৌড়ঝাঁপ
কারাবন্দি নেতাকর্মীর ‘যন্ত্রণার জীবন’
বাছাই ডিঙাতে পারেননি আলোচিত অনেক প্রার্থী

আরও খবর