সময় সংবাদ রিপোর্ট:বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নির্বাচন পেছানোর দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের সময় এক সপ্তাহ পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে আয়োজিত ইভিএম মেলায় এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
তিনি বলেন, ‘আমরা তফসিল পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।’ বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিইসি বলেন, ‘বিএনপির নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত খুবই ইতিবাচক। কমিশন তাদের সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলো।’ গতকাল রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচন কমিশনের কাছে পাঠানো চিঠিতে নির্বাচনের তফসিল একমাস পেছানোর আবেদন করেছিলেন। তবে যুক্তফ্রন্ট ও বিকল্পধারা ইসিতে পাঠানো তাদের চিঠিতে তফসিল এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়।