Header Border

ঢাকা, রবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩২.৯৬°সে

ঐক্যফ্রন্টের কার্যালয় ভবনে আগুন

সময় সংবাদ রিপোর্ট:রাজধানীর পুরানা পল্টনে প্রীতম-জামান টাওয়ারে আগুন লেগেছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে ভবনটির নবম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

ভবনটির চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রয়েছে। সেখানেই আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের।

ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ তলা বিশিষ্ট ভবনটির আট তলায় অবস্থিত ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল) কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ওই অফিসের আইটি ম্যানেজার মুশফিক জানান, ছুটি থাকায় অফিস বন্ধ ছিল। আফজাল নামে একজন বাবুর্চি অফিসে ছিলেন। তিনি নামাজ পড়তে গিয়েছিলেন। এসে দেখেন, ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথমে সিঁড়ি দিয়ে পাইপ নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু প্রচণ্ড ধোঁয়া থাকায় আগুন পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। তবে ক্রেন দিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ভবনের জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অনিয়ম-মাস্তানি-পেশিশক্তি কঠোরভাবে দমন করবো : সিইসি
নারী উদ্যোক্তাদের সহায়তায় সৌদি আরবের নতুন ভিসা প্রোগ্রাম
ফ্রান্সে দেশীয় চলচ্চিত্র প্রসারে কাজ করবে দূতাবাস ও বাচসাস
ভাসমান বেডে সবজি চাষ দেখে মুগ্ধ ইসিমুড সদস্যরা
ইন্টারনেট ছাড়া যেভাবে গুগল ম্যাপ ব্যবহার করা যায়
প্রকৃতপক্ষে দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে : মিজানুর রহমান মিনু

আরও খবর