সময় সংবাদ লাইভ রিপোর্ট:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরামর্শক খন্দকার মিল্লাতুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় সময় সংবাদ লাইভকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে গতকাল শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় হাসপাতালেই তার মৃত্যু হয়।’
‘মিল্লাতুল ইসলামের মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। আজ শনিবার রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে। রিপোর্ট আসার আগেই শুক্রবার ঢাকার বনানী কবরস্থানে মিল্লাতুল ইসলামকে দাফন করা হয়’, বলেন দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে অবসরে যাওয়ার পর ওই বিভাগের পরামর্শক হিসেবে কাজ করছিলেন মিল্লাতুল ইসলাম। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।