Header Border

ঢাকা, শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৩.৯৬°সে

কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার নমুনা পরীক্ষার পর করোনা শনাক্ত হয় বলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম জানান, গত সোমবার জাতীয় সংসদ অধিবেশন থেকে বাসায় ফেরার পর মাহবুব উল আলম হানিফ কিছুটা অসুস্থতা বোধ করেন। এরপর তার জ্বর আসায় করোনা পরীক্ষা করার জন্য আজ সকালে নমুনা জমা দেন। সন্ধ্যায় আসা ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ।

তারিকুল ইসলাম আরও জানান, মাহবুব উল আলম হানিফ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
সুস্থ ও অসুস্থ অবস্থায় রোজা
দূষণে ঢাকাকে ছাড়িয়ে কুমিল্লা।
বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের

আরও খবর