Header Border

ঢাকা, শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৩.৯৬°সে

ক্যাস্ট্রো শাসনের অবসান, নতুন নেতা পেল কিউবা

সময় সংবাদ লাইভ রির্পোটঃ মিগুয়েল দিয়াজ ক্যানেল কিউবার সর্বক্ষমতাসম্পন্ন কমিউনিস্ট পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। সোমবার পার্টির এক ঘোষণায় এ কথা বলা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে ছয় দশকের ক্যাস্ট্রো শাসনের অবসান ঘটল। কারণ রাউল ক্যাস্ট্রো (৮৯) অবসরে গেছেন।

৬০ বছর বয়সী দিয়াজ ক্যানেল ২০১৮ সাল থেকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর এবিসি নিউজের।

কমিউনিস্ট পার্টি অব কিউবার (পিসিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, মিগুয়েল দিয়াজ ক্যানেল কমিউনিস্ট পার্টি অব কিউবার সেন্ট্রাল কমিটির ফার্স্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

এদিকে গত শুক্রবার দলের উদ্দেশে দেওয়া চূড়ান্ত ভাষণে ক্যাস্ট্রো যুক্তরাষ্ট্রের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ আলোচনা ও নতুন ধরনের সম্পর্ক গড়ার আগ্রহ ব্যক্ত করেছেন।

উল্লেখ, যুক্তরাষ্ট্র ১৯৬২ সাল থেকে কিউবার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। তবে তিনি দেশটির বিপ্লব ও সমাজতন্ত্রের নীতি ত্যাগ না করার ওপর জোর দেন।

ফিদেল ক্যাস্ট্রো ১৯৫৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কিউবার নেতৃত্ব দেন। তাঁর অসুস্থতার পর ভাই রাউল ক্যাস্ট্রো দায়িত্ব নেন।

পার্টির নেতৃত্বে এই প্রথম একজন বেসামরিক নেতা এলেন। আর তিনি ক্যাস্ট্রো বলয়ের বাইরের একজন।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারি: ট্রাম্প
সৌদি আরবে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩
পৃথিবীর দিকে ‘তাকিয়ে’ বিশাল ব্ল্যাকহোল
জাতীয় সংসদ নির্বাচন: সংখ্যালঘুর ভোটে সবার নজর
প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন জো বাইডেন
জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আরও খবর