Header Border

ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৯৬°সে

খালেদা জিয়ার জন্য তোলা হলো দুটি মনোনয়ন ফরম

সময় সংবাদ রিপোর্ট:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।  আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ ও বগুড়া-৬ আসনের জন্য দুটি ফরম তোলা হয়।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়ন ফরম দুটি তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ সকাল ১০টার কিছু পরে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে এই ফরম দেওয়া শুরু হয়।  তবে তার আগে থেকেই সেখানে ভিড় জমান মনোনয়ন প্রত্যাশীরা ।

গতকাল রোববার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া যাবে। পাঁচ হাজার টাকায় কেনা যাবে মনোনয়নপত্র। তবে জমা দেওয়ার সময় ফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে।  মোট ৩০ হাজার টাকা লাগবে মনোনয়নপত্র কেনা ও জমা দিতে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মানববন্ধনে নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি
আন্দোলন জোরদার করতে নতুন কৌশলে বিরোধী দলগুলো
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
পছন্দের থানায় যেতে ওসিদের দৌড়ঝাঁপ
কারাবন্দি নেতাকর্মীর ‘যন্ত্রণার জীবন’
বাছাই ডিঙাতে পারেননি আলোচিত অনেক প্রার্থী

আরও খবর