Header Border

ঢাকা, বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩১.৫°সে

খুললো সুয়েজ খাল, জট কাটতে লাগবে ৪ দিন

সপ্তাহব্যাপী বন্ধ থাকার পর অবশেষে খুলেছে বিশ্ববাণিজ্যের অন্যতম পথ সুয়েজ খাল। আটকে থাকা বিশাল পণ্যবাহী জাহাজ এভার গিভেনকে সোমবার পুরোপুরি সরাতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। তবে খাল দিয়ে জাহাজ চলাচল শুরু হলেও এর দুই পাশে আটকে পড়া কয়েকশ বাণিজ্যিক জাহাজের জট কাটাতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে।

সুয়েজ খাল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি খাল পুনরায় খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের

ডাচ উদ্ধারকারী কোম্পানি বোসকালিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার বার্ডোওস্কি বলেন, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এভার গিভেন আবার চলতে শুরু করে। এর মধ্য দিয়ে সুয়েজ খালে যান চলাচলের পথ উন্মুক্ত হয়েছে।

ওসামা রাবি জানিয়েছেন, খালের দুই পাশে চার শতাধিক জাহাজ আটকা পড়েছে। আশা করা হচ্ছে দৈনিক অন্তত ১১৩টি জাহাজ খাল পার হতে পারবে। এমনভাবে চললেও জট কাটাতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে।

গত ২৩ মার্চ ইউরোপ-এশিয়ার সংযোগ স্থাপনকারী সুয়েজ খালে আটকা পড়ে তাইওয়ানভিত্তিক এভারগ্রিন কোম্পানির পণ্যবাহী জাহাজ এভার গিভেন। এরপর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় এশিয়া থেকে ইউরোপে যাওয়ার সংক্ষিপ্ততম এই নৌপথ। ফলে হঠাৎ করেই থমকে গিয়েছিল দু’মহাদেশের মধ্যে বাণিজ্যিক আদান–প্রদান। সোমবার ওই বাধা কাটায় স্বস্তি ফিরল বিশ্ববাণিজ্যে।

সময় সংবাদ লাইভ /৩০মার্চ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পৃথিবীর দিকে ‘তাকিয়ে’ বিশাল ব্ল্যাকহোল
জাতীয় সংসদ নির্বাচন: সংখ্যালঘুর ভোটে সবার নজর
প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন জো বাইডেন
জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন
বাংলাদেশ-ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি সই।

আরও খবর