Header Border

ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে

টি-টোয়েন্টি বিশ্বকাপ : অস্ট্রেলিয়ার দুর্বলতা জানালেন পন্টিং

*সময় সংবাদ লাইভ রির্পোটঃ এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া একটা বড় সমস্যায় পড়তে পারে বলে মনে করেন যার দিকে আঙুল তুললেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে, ‘ফিনিশার’ না থাকাটা অ্যারন ফিঞ্চের দলকে ভোগাবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার আরও একটা দুর্বলতার কথা বলেছেন পন্টিং। এক জন বিধ্বংসী উইকেটকিপার-ব্যাটসম্যান না থাকা। অস্ট্রেলিয়ার ৫০ ওভারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, তারা যদি এমন এক জন ব্যাটসম্যানের খোঁজ পান, যে মাঝের বা শেষের দিকে নেমে দ্রুত রান তুলতে পারবেন এবং পাশাপাশি উইকেটকিপিংটাও করতে পারবেন, তা হলে এক ঢিলে দুই পাখি মারা যাবে।অস্ট্রেলিয়া দলে ভাল ‘ফিনিশার’ না থাকা নিয়ে পন্টিংয়ের মন্তব্য, ‘‘যে জায়গাটা নিয়ে আমাদের বরাবরের চিন্তা, সেটা হল ফিনিশারের অনুপস্থিতি। ওটা একটা বিশেষজ্ঞের জায়গা। এমন সময় নামতে হবে যখন হাতে তিন-চার ওভার বাকি আর ৫০ রান করতে হবে। ওই অবস্থা থেকে ম্যাচ জিতিয়ে আসতে হবে।’’ যোগ করেন, ‘‘ওই একটা বিশেষ ভূমিকায় সারা জীবন দারুণ ভাবে খেলে এসেছে ধোনি। এখন হার্দিক আর কায়রন পোলার্ডও ওই জায়গায় নেমে হয় দেশকে না হয় আইপিএলে দলকে জেতাচ্ছে। ওই বিশেষ জায়গায় খেলে খেলে ওরা মানিয়ে নিতে পেরেছে।’’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সুযোগ হারিয়ে লিটনের কণ্ঠে আক্ষেপ
টানা তিন নাকি অপেক্ষা
বৃষ্টিতে খেলা বন্ধ, ২০০ পার করেছে বাংলাদেশ
পাওয়ার প্লেতে ‘পাওয়ার’ দেখাল বাংলাদেশ
হাসানের ফাইফারে ১০১ রানেই শেষ আয়ারল্যান্ড
ইয়াসিরের জায়গায় মিরাজ নাকি অপরিবর্তিত একাদশ?

আরও খবর