Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৫°সে

দলীয় সব কার্যক্রম স্থগিত করছে বিএনপি

সময় সংবাদ লাইভ রির্পোটঃ দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ অবস্থায় সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি ভার্চুয়াল প্ল্যাটফর্মে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দলটি।

বৈঠক সূত্র বলছে, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির ‘চরম অবনতি’ ঘটেছে বলে মনে করছে বিএনপি। এ পরিস্থিতিতে আপাতত দলের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দলটি কোনো ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবে না। তবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন, আলোচনা সভা, ওয়েবিনারের মতো কর্মসূচিগুলো চলমান থাকবে।

বিএনপি সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সাংগঠনিকভাবে সবচেয়ে সক্রিয় নেতাদেরও বেশ কয়েকজন গত কয়েকদিনের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

সময় সংবাদ লাইভ /১এপ্রিল

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
মব জাস্টিসের নামে কোন কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি : রিজভী
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
তারেক রহমান দেশে ফিরে গুলশান-২ এর এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন
দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

আরও খবর