Header Border

ঢাকা, রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২২.৯৬°সে

দালান তুলছেন ভুবন বাদ্যকর, বাঁধছেন নতুন গানও

ছবি : সংগৃহীত

সময় সংবাদ রিপোর্ট : ‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পর কদর বেড়ে যায় গানের শ্রষ্টা ভুবন বাদ্যকরের। সেই বদৌলতে বেশ ভালো টাকাও কামিয়েছেন তিনি। গাড়ি কিনেছিলেন আগেই। এবার দালান তুলছেন ভুবন। বেশ কয়েক লাখ টাকা খরচ করে বীরভূমের দুবরাজপুরের উড়ালজুড়ি গ্রামে অট্টালিকা তৈরি করছেন কাঁচা বাদামখ্যাত ভুবন বাদ্যকর। কাঁচা বাড়ির পাশেই তৈরি হচ্ছে ভুবনের পাকাবাড়ি। এ নিয়ে গানও বেঁধেছেন তিনি।

শখের নতুন বাড়ি। মার্বেল বসানো হচ্ছে। অন্দরসজ্জাও হবে চোখ ঝলসানো। নিজের বাড়ি নিয়ে এমনটাই জানাচ্ছেন ভুবন। তিনি বলেন, ‘৬ লাখ টাকা খরচ করেছি এই বাড়ি করতে। আরও কিছু করব। আগে কাঁচা বাড়িতে থাকতাম। এখন পাকা বাড়িতে আছি। ভালো লাগছে। বাড়ির বারান্দাটা সাজাব আমি। প্লাই-সহ নানা জিনিসপত্র দিয়ে সাজানো হবে। এক শিল্পীর সঙ্গে কথাও হয়েছে। এত দিন ভাবিনি মাথার ওপরে পাকা ছাদ হবে। মানুষজন আমার কাঁচা বাদাম গান শুনছেন, এটা ভালো লেগেছে।’নতুন বাড়ি এখনও তৈরি হচ্ছে। তবে কাঁচাবাড়ি ছেড়ে সপরিবারে ভুবন আপাতত সেই নির্মীয়মান বাড়িতেই উঠেছেন। নিজের অবস্থার পরিবর্তন নিয়ে গানও বাঁধছেন। তার বাড়ির মতো সেই গানও আপাতত নির্মীয়মান। অনুরোধে গাইছেন দু’কলি— ‘ছিল না আমার বাসাবাড়ি। এখন হল পাকাবাড়ি।’ সূত্র : আনন্দবাজার।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বনানীতে বিএনপির ৫৫ নেতাকর্মী আটক, যা বললেন আইজিপি
নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী
রোমান্টিক মুডে ধরা দিলেন ইমরান-পড়শী।
স্বাধীনতা সংগ্রাম বাঙালির জীবনে অবিনশ্বর চেতনা: জি এম কাদের
নায়িকা মুনমুনকে দেওয়া কথা রাখলেন হিরো আলম।

আরও খবর