সময় সংবাদ রিপোর্ট : যে যাই বলুক না কেন, এটা সত্য যে, নদী -নালা-খাল-বিল দখল ও দূষণ মুক্ত করনের কাজে সরাসরি সাধারণ জনগণের সম্পৃক্ততা না থাকলে কোনভাবেই এই অসাধ্য কাজ সাধন করা সম্ভব নয়।তাই সর্বপ্রথম জনসাধারণ এর মধ্যে দূষণ ও দখলকারীদের কঠোর শাস্তি ব্যবস্থা করলেই অনেকাংশেই আমরা দূষণ ও দখল থেকে মুক্তি পাবো, আমাদের দেশের সাধারণ মানুষের দেশ প্রেম জাগ্রত করতে হবে যা এখন সুপ্ত আগ্নেয়গিরি ন্যায় লুকিয়ে আছে,তবে একটা বিষয় আমাদের সমাজে কিছুটা হলেও পরিবর্তন দেখা দিচ্ছে, বিভিন্ন সংস্থা এবং সামাজিক সংগঠন গুলো নদী ও খাল বিল দূষণ মুক্তর জন্য যে কার্যক্রম গুলির তাঁরা হাতে নিচ্ছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার।
নদী ও খাল দূষণ ও দখল মুক্ত করণের সম্পৃক্ত সমস্ত সংস্থাগুলো এবং সারা বাংলাদেশের পরিবেশবাদী ও সামাজিক সংগঠন গুলো এক হয়ে কাজ করতে পারি,যেমন আমাদের প্রিয় দেশ পেতে ১৯৭১ সালে সবাই একসাথে যুদ্ধ করেছি, ফলে বাংলাদেশকে এনেছি, ঠিক সেই ভাবেই, সবাই এক হয়ে, দূষণ ও দখলের বিরুদ্ধে সোচ্চার হয়ে, এই যুদ্ধে সবারই অংশগ্রহণ করতে হবে,
আমার দৃষ্টিতে সরকারি আইন প্রয়োগ যদি কঠোরতর করি এবং দখল ও দূষণ মুক্ত করার কার্যক্রমের নির্দেশনা প্রতিটি সরকারি সংস্থা যেমন সিটি কর্পোরেশন, ওয়াসা, বিআইডব্লিউটিএ, লোকাল পুলিশ প্রশাসন এবং সর্বোপরি জনপ্রতিনিধি অর্থাৎ এমপি থেকে ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান এবং মেম্বার পর্যন্ত তাঁদের কর্ম কার্যক্রম সুনির্দিষ্ট করা যায় এবং ওই কার্যক্রমের কোন রূপ ব্যাহত হলে সেই জনপ্রতিনিধির কঠোর শাস্তি বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, বিশেষ করে নৌ পুলিশ পরিধি আরো বাড়িয়ে ও তাঁদের ক্ষমতা বৃদ্ধি করে, সর্বোপরি “নদী ও খাল বিল দখল ও দূষণের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করণ” ক্যাম্পিং এর আওতায় প্রাইমারি স্কুল লেভেল থেকে শুরু করে, প্রতিটি বাড়ি বা পরিবার ভিত্তিক এবং পরিবেশ ও সামাজিক সংগঠনকে তাঁদের কাজকে উদ্বুদ্ধ করতে সরকারি ভাবে সাহায্য সহযোগিতা করা হয়,তবেই ইনশাআল্লাহ, আমরা নদী ও খাল বিল খুব কম সময়ের মধ্যে দখল ও দূষণ থেকে মুক্তি পাবো।
ধন্যবাদ,
ফজলে সানি
নোঙর বাংলাদেশ
কেন্দ্রীয় কমিটির সদস্য
মোবাইল: ০১৭১৯২৬৩০০৩