Header Border

ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৫.৯৬°সে

নলছিটিতে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত

সময় সংবাদ লাইভ রির্পোটঃবৈশাখের প্রচণ্ড তাপদাহ,খরা ও অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নলছিটিতে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা।

(২৯ এপ্রিল) বৃহস্পতিবার সকালে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ধর্মপ্রাণ শতশত মানুষ বৃষ্টির জন্য এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অনাবৃষ্টি ও তাপদহের হাত থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।
বিশেষ এই মোনাজাত পরিচালনা করেন নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও থানা জামে মসজিদ’র ইমাম মাওলানা মোহম্মদ বাহাউদ্দীন।

নামাজে অংশ নিতে আসা মুসুল্লিরা জানান বৈশাখের অর্ধেক দিন চলে গেলেও বৃষ্টি না নামায় ফসল উৎপাদন বিঘ্নিত হচ্ছে এবং প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এছাড়াও বিভিন্ন রোগব্যধী মহামারি আকার ধারণ করেছে। এই কষ্ট ও দুর্ভোগ থেকে রক্ষা পেতে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ নামাজ আদায় করা হয়েছে।

সোহেল মাহমুদ, নলছিটি প্রতিনিধি, সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাজধানীতে বিএনপির ৫৪ নেতাকর্মী রিমান্ডে
পান থেকে চুন খসলেই অস্বাভাবিক শাস্তি দিচ্ছে সরকার
রাষ্ট্রপতির প্রজ্ঞাপন স্থগিতের আবেদন চেম্বার আদালতেও খারিজ।
‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে’
তিনশ ছুঁইছুঁই ব্রয়লার মুরগি।

আরও খবর