Header Border

ঢাকা, শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে

নলছিটিতে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

সময় সংবাদ লাইভ রিপোর্টঃঝালকাঠির নলছিটি উপজেলায় মো. শাহাদাৎ মোল্লা (৩৯) নামে এক যুবককে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শাহাদাৎ মোল্লা একই গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার কামদেবপুর গ্রামের শাহাদাতের বাড়িতে অভিযান চালানো হয় এসময় শাহাদাতের বসতঘরে তল্লাশি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল রশিদ জানান, আমরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করি। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ বলেন, শাহাদাত মোল্লা নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নামে নলছিটি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর তাকে ২৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ৮)।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সত্য তথ্য প্রকাশ করলে সরকার বাধা দেবে না : আইনমন্ত্রী
ভিকারুননিসার দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বগুড়ায় মেডিকেল ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
উপজেলা পরিষদে ইউএনওদের ‘কর্তৃত্ব’ থাকছে না, হাইকোর্টের রায়
দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের লক্ষ্য : শেখ হাসিনা

আরও খবর