Header Border

ঢাকা, রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২২.৯৬°সে

নারায়ণগঞ্জে আবাসিক ভবনে আগুন, নিহত ১, আহত ৯

সময় সংবাদ রিপোর্টঃ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে পুরাতন একটি আবাসিক ভবনের দ্বিতীয়তলায় আগুন লেগেছে। এতে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। নিহতের নাম আওলাদ হোসেন (৪০)।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন ওই ভবনে আগুন লাগে।ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন উদ্ধারকাজ চলছে।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো: রানা মিয়া।

ভবনে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয়রা।

এতে নয়জন আহত হয়েছে। তাদের নারায়ণগঞ্জ জেনারেলের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে দুর্ঘটনারস্থল পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এদিকে স্থানীয় সূত্র জানায়, আবাসিক ভবন হলেও চাল, ডাল, লবণ, আটা, কাগজসহ অন্যান্য মালামালের গোডাউন হিসেবে ব্যবহার হয় আসছিল।নিতাইগঞ্জ ব্যবসায়ী বহুমুখী সমিতির সভাপতি আবদুল কাদির জানান, ভবনটি একসময় আবাসিক ভবন ছিল। এখন মালামালের গোডাউন হিসেবে ব্যবহার হয়। তবে শ্রমিকরা থাকে। ভবনটির মালিক নারায়ণগঞ্জ আটা ময়দা মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানের। ১০ বছর আগে এটা পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, বিস্ফোরণ পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক নিহত হয়েছেন। প্রায় নয়জন আহত হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, জরাজীর্ণ ভবনটি বিস্ফোরণের পর আগুন লাগে। এতে নয়জন আহত হয়। নিহত হয়েছেন একজন। বিস্ফোরণের কারণ খুঁজছে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বনানীতে বিএনপির ৫৫ নেতাকর্মী আটক, যা বললেন আইজিপি
নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা সংগ্রাম বাঙালির জীবনে অবিনশ্বর চেতনা: জি এম কাদের
বিমানের ই-মেইল সার্ভার হ্যাক: ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি
সুস্থ ও অসুস্থ অবস্থায় রোজা

আরও খবর