Header Border

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৯৬°সে

নুসরাত হত্যা: ফেনীর এসপি জাহাঙ্গীর প্রত্যাহার

পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

ডেইলি নিউজ রিপোর্ট॥ অবশেষে ফেনীর আলোচিত সেই পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলমকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ার পরই তাকে প্রত্যাহার করা হয়।

রোববার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা গণমাধ্যমকে এ তথ্য জানান।

এআইজি বলেন, এসপি জাহাঙ্গীরকে ফেনী থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে নুসরাত হত্যার ঘটনায় সেখানকার পুলিশের ভূমিকার তদন্ত করতে পুলিশ সদর দফতর থেকে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি তদন্ত শেষে এসপি জাহাঙ্গীর ও ওসি মোয়াজ্জেম হোসেনসহ চারজনের গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।

তদন্ত দলের সুপারিশের প্রেক্ষিতেই ফেনী থেকে এসপি জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় পুলিশ সূত্র।

উল্লেখ্য, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াতে পারে
আওয়ামী লীগ সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ: মির্জা ফখরুল
তৈরি পোশাক রফতানির নামে অর্থ পাচারের আসল চিত্র কী?
ড. ইউনূসের বিচার শুরু
একনেকে চাঁদপুর মেডিকেল কলেজসহ ১৯ প্রকল্প অনুমোদন
অটল আ.লীগ, সংবিধানের বাইরে যাবে না

আরও খবর