Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে

হঠাৎ করেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

সময় সংবাদ লাইভ রিপোর্ট : হঠাৎ করেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ১৫-২০ টাকা করে বাড়ছে দাম। বন্যার কারণে গত ক’দিন ধরে দেশের বাজারে সবজির দর বাড়তি। এর মধ্যে নতুন করে পেঁয়াজও যুক্ত হওয়ায় ক্রেতাদের ভোগান্তি বেড়েছে।

গতকাল ৫ সেপ্টেম্ব, শনিবার রাজধানীর বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগেরদিনই দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকায় আর আমদানি করা পেঁয়াজ ৩০-৩৫ টাকায় বিক্রি হয়েছে।

গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে কেজিপ্রতি পেঁয়াজের দাম ২৫-৩০ টাকা করে বেড়েছে বলে স্বীকার করেন রাজধানীর কারওয়ান বাজারের এক বিক্রেতা। তার ভাষ্য, বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

নতুন করে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম বাড়ায় করে ক্রেতাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছে। তারা বাজার দর নিয়ন্ত্রণে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

গত বছরের মাঝামাঝিতে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে ধুন্ধুমার বেঁধে যায়। ওই সময় এক কেজি পেঁয়াজের দাম ৩০০ টাকায় উঠেছিল। পরে সরকার দ্রুত চীন-মিসর-তুরস্কসহ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

উপজেলা পরিষদে ইউএনওদের ‘কর্তৃত্ব’ থাকছে না, হাইকোর্টের রায়
দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের লক্ষ্য : শেখ হাসিনা
পড়াশোনার পাশাপাশি সবজি চাষে দুই যুবকের সাফল্য
পোশাক শ্রমিকদের ঈদের ছুটি ১৯ এপ্রিল থেকে শুরু
বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি: সিইসি
ছয় বিভাগে হঠাৎ বৃষ্টির সম্ভাবনা

আরও খবর