Header Border

ঢাকা, বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে

প্রথম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে ৬ হাজার রানে তামিম

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ  প্রথম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান  পূর্ণ করলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।  বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের তামিম ইকবাল। ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ২৭ রানের প্রয়োজন ছিলো তামিমের। ম্যাচে ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে ৩১ রান করে ৬ হাজার রান ক্লাবের প্রবেশ করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। বরিশাল ইনিংসের ১১তম ওভারে ঢাকার স্পিনার নাসুম আহমেদকে বাউন্ডারি মেরে মাইলফলকে পৌছান তামিম। ২১৩ ম্যাচের ২১২ ইনিংসে বিশ্বের ৩৯তম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান ক্লাবে নাম লেখান ৩টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরি করা তামিম। জাতীয় ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্লাব ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বাংলাদেশ একাদশ, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম কিংস, চট্টগ্রাম ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা প্লাটুন, দুরন্ত রাজশাহী, এসেক্স, ফরচুন বরিশাল, আইসিসি বিশ্ব একাদশ, লাহোর কালাদার্স, নটিংহ্যামশায়ার, পেশোয়ার জালমি, সেন্ট লুসিয়া জোকস, ইউসিবি-বিসিবি ইলেভেন, ওয়াম্বা ইউনাইটেড, ওয়েলিংটন ও বিশ্ব একাদশের হয়ে খেলেছেন তামিম। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এ পর্যন্ত অপরাজিত ৭৭সহ ১৫৫ রান করেছেন তামিম। ইতোমধ্য এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রান পূর্ণ করেন সাকিব। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩শ উইকেট শিকারের কীর্তি গড়লেন সাকিব। রানের হিসেবে তামিমের পরই আছেন সাকিব আল হাসান। কিছুদিন আগে পাঁচ হাজার রানের সঙ্গে পূরণ করেছেন তিনশো উইকেট প্রাপ্তির মাইলফলক। তার বর্তমান রান ৫ হাজার ১১। তৃতীয় অবস্থানে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৪ হাজার ৭৯। তার পরই অবস্থান মাহমুদউল্লাহ রিয়াদের। এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ৩ হাজার ৯৪৩ রান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বৃষ্টিতে খেলা বন্ধ, ২০০ পার করেছে বাংলাদেশ
পাওয়ার প্লেতে ‘পাওয়ার’ দেখাল বাংলাদেশ
হাসানের ফাইফারে ১০১ রানেই শেষ আয়ারল্যান্ড
ইয়াসিরের জায়গায় মিরাজ নাকি অপরিবর্তিত একাদশ?
গরীব ঘরের ছেলে থেকে যেভাবে হলেন আজকের মুস্তাফিজ। মুস্তাফিজুরের জীবন কাহিনী!
‘ভদ্রলোক’ তামিমকে মুশফিকের কৃতজ্ঞতা

আরও খবর