ডেইলি নিউজ রিপোর্ট॥ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।
ব্যবসায়ী নেতাদের নিয়ে শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান আতিকুল ইসলাম। সে সময় সেখানে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভা চলছিল। রাত ৮টার দিকে সভার বিরতির সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আতিকুল।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সংসদ সদস্য ফারুক খান, আব্দুস সালাম মুর্শেদী ও সাদেক খান এবং এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও বিজিএমই সভাপতি সিদ্দিকুর রহমান সেখানে ছিলেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিএনসিসির উপনির্বাচনে ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।