Header Border

ঢাকা, রবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৯৬°সে

প্রস্তুতি শতভাগ সম্পন্ন, রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা

সময় সংবাদ রিপোর্ট:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।একই সঙ্গে নির্বাচনে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।

রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে কর্মকর্তাদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

নুরুল হুদা বলেন, ‘এবার ২ লাখ ৬৬ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব প্রকৃতপক্ষে জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ওপর ন্যস্ত থাকবে।’

নির্বাচনে নিরপেক্ষতা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় উল্লেখ করে সিইসি বলেন, ‘রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা রাজনৈতিক কোনো নেতার কথায় কাজ করবে না নির্বাচনী কর্মকর্তারা। জনগণ কিসে উপকৃত হবে সেটা তাদের দেখতে হবে। ’

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে সম্ভব হলে রাজনৈতিক দলের পোলিং এজেন্টদেরও প্রশিক্ষণ দিতে চায় কমিশন। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন সিইসি।

অনুষ্ঠানে রাজনীতিবিদদের সঙ্গে নির্বাচনী কর্মকর্তাদের দুরত্ব ঘোচানোরও আহ্বান জানান নুরুল হুদা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পুলিশকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির
অনিয়ম-মাস্তানি-পেশিশক্তি কঠোরভাবে দমন করবো : সিইসি
নারী উদ্যোক্তাদের সহায়তায় সৌদি আরবের নতুন ভিসা প্রোগ্রাম
ফ্রান্সে দেশীয় চলচ্চিত্র প্রসারে কাজ করবে দূতাবাস ও বাচসাস
ভাসমান বেডে সবজি চাষ দেখে মুগ্ধ ইসিমুড সদস্যরা
ইন্টারনেট ছাড়া যেভাবে গুগল ম্যাপ ব্যবহার করা যায়

আরও খবর