Header Border

ঢাকা, সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে
শিরোনাম
ছাত্রাবাসে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের তিন নেতাকর্মীর বিরুদ্ধে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়াল প্রধানমন্ত্রী ফিরলে সচিবসহ গুরুত্বপূর্ণ পদে রদবদল বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারি বৃষ্টির আভাস আইনগতভাবে খালেদার বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী বাবার বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ ডিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন হাবিবুর রহমান বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন-পরিকল্পনামন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন খালেদার মুক্তি-সুষ্ঠু নির্বাচন ও ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন চান অস্ট্রেলীয় এমপি

ফাতেমা হক মুক্তামনি’র দুটি কবিতা

ও মেয়ে

ও মেয়ে, তুমি দাঁড়িয়ে কেন? আসো
নিজের দিকে নজর দিয়ে নিজেকে ভালোবাসো
শুকোতে দাও কান্না তোমার শুকোতে দাও ক্ষত
ভুলে যাও বেদনা তোমার জমা আছে যতো।

ও মেয়ে, তুমি দাঁড়িয়ে কেন? আসো
কান্না ভুলে, দুচোখ মেলে এবার একটু হাসো
আলোর পিঠে, রোদের মাঠে দুঃখগুলো বসাও
গোপন ক্ষত আড়াল করে সুখ দরিয়ায় ভাসাও।

ও মেয়ে, তুমি দাঁড়িয়ে কেন? আসো
নিজে গড়া সেই মন্দিরে ঠাকুর হয়ে বসো
দুঃখগুলো এক এক করে বাইরে মেলে ধরো
সুখগুলো অতি ক্ষুদ্র হলেও তাকেই আপন করো।

ও মেয়ে, তুমি দাঁড়িয়ে কেন? আসো
ভালোবাসার আপন খেয়ায় আপন মনেই ভাসো
পিছের কথা ভুলে এবার সামনে পানে চাও
যেথায় খুশি সেথায় তুমি ইচ্ছেমত যাও।

পরিচয়

আমাদের পরিচয় মুঠোফোনে বলেই
কেউ কারো নাম জানিনা —
কখনো কেউ জানতেও চাইনি।

গভীর রাতের আলাপনে
আমি ওকে “নীদ” বলে ডাকতাম
আর ও?
ও আমাকে ডাকতো “নিশী”।

কথা ছিল যেদিন দেখা হবে
সেদিন দুজন দুজনার নাম জেনে নিবো।

কোনোএক হেমন্তে দেখা হবার কথা ছিল
হেমন্ত এলো —
এলো শীত।
কিন্তু তুমি? তুমি তো এলে না?

সেই মুঠোফোন এখন আর
গভীর রাতে বাজে না।
আমরা কে, কোথায়
কার সাথে আছি, আজও কেউ জানিনা।

প্রতিদিন রাত হয়, প্রতিদিন হয় ভোর
প্রতিদিন প্রতীক্ষা করি —
বর্ষা যায়, যায় শরৎ
ঋতু বদলায়, বছর শেষ হয়
আমি হেমন্তের অপেক্ষা করি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী
সৈয়দ আবুল মকসুদ আর নেই
মহান বিজয় দিবসে আলমগীর পারভেজের কবিতা
নাসিমা খানের দু’টি কবিতা
নাসিমা খান-এর কবিতা

আরও খবর