Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

বাড়ি ভাড়া মওকুফ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি তিন সংগঠনের

সময় সংবাদ লাইভ রিপোর্ট: তিন মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফ এবং গ্যাস, পানি, বিদ্যুৎ ও হোল্ডিং ট্যাক্স মওকুফের নির্বাহী আদেশ চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে যৌথভাবে স্মারকলিপি দিয়েছে ‘ভাড়াটিয়া পরিষদ’, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এবং ‘আদর্শ নাগরিক আন্দোলন ’ নামের তিনটি সংগঠন।
গতকাল সোমবার দুপুরে ‘ভাড়াটিয়া পরিষদ’ সভাপতি মো: বাহারানে সুলতানা বাহার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এবং ‘আদর্শ নাগরিক আন্দোলন’ সভাপতি মুহাম্মদ মাহামুদুল হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি পৌঁছে দেন। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, করোনা মহামারীর এই দুর্যোগে অনেক কর্মহীন মানুষ ঘরে বসে আছে। তারা কোনো কাজ-কর্ম করতে পারছে না। যার কারণে বাড়ি ভাড়া দিতে তাদের অসুবিধা হচ্ছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের মূল সমস্যা হলো বাড়ি ভাড়া। তাদের আয়ের অধিকাংশ চলে যায় বাড়ি ভাড়ার মধ্যে। তাই বিশ্বব্যাপী এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর কাছে এপ্রিল, মে, জুন এই তিন মাসের বাড়ি ভাড়া মওকুফের দাবি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তত্ত্বাবধায়কের ঘোষণা এলে সংলাপে বসবে বিএনপি
বিকল্প ফর্মুলা নিয়ে ভাবছে আ’লীগ!
ঢাকাসহ কয়েক জেলায় খানিকটা স্বস্তির বৃষ্টি
৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
আজ থেকে পেঁয়াজ আমদানি

আরও খবর