Header Border

ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৯.৯৬°সে

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে-ভাতিজার মৃত্যু

সময় সংবাদ লাইভ রির্পোটঃ কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন- হারুন অর রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৮) ও নিহত হারুন অর রশিদের ভাতিজা আবু সাঈদ (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জালিয়া গ্রামের একটি বাড়িতে বিদ্যুতের খুঁটি থেকে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। বিদ্যুতের তার টানানো ওই বাঁশের খুঁটিতে বাইসাইকেল রেখেছিল আবু সাঈদ। দুপুর আড়াইটার দিকে আবু সাঈদ বাইসাইকেলটি আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় আবু সাঈদকে বাঁচাতে বাবলু ও হারুন অর রশিদ এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা মুমুর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ওরে পরী, ওরে জয়া…আমার কলিজা তোমরা : মাহি
হিরো আলমকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের প্রতিক্রিয়ায় তসলিমা নাসরিন।
সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস
রোমান্টিক মুডে ধরা দিলেন ইমরান-পড়শী।
নায়িকা মুনমুনকে দেওয়া কথা রাখলেন হিরো আলম।
প্রথমবার একসঙ্গে বাংলার দুই দেবী!

আরও খবর