Header Border

ঢাকা, সোমবার, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

বিশ্বে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

সময় সংবাদ লাইভ রিপোর্ট:ইতালি দাবি করছে তারা বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে এবং এটা মানুষের শরীরেও প্রয়োগ করা যায়।

রোমের স্প্যালানজানি হাসপাতালে পরীক্ষার পর এটা জানানো হয়েছে যে, ভ্যাকসিনটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে, তা মানুষের শরীরেও করোনা দূর করতে সক্ষম হবে।

ওষুধটি নিয়ে কাজ করা ইতালীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিসের সিইও লুইগি আরিসিচিও ইতালির সংবাদ সংস্থা এএসএনএকে জানিয়েছেন, এ প্রতিষেধকই মানুষের শরীরে প্রথমবারের মতো ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তাদের তৈরি এ প্রতিষেধকই বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত পর্যায়ে রয়েছে।

গবেষকরা ইঁদুরের শরীরে এই প্রতিষেধক প্রয়োগ করে দেখেছেন, এতে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এ ধরনের পাঁচটি ভ্যাকসিন ক্যান্ডিডেট (সরকারি অনুমোদনের অপেক্ষায় থাকা প্রতিষেধক) বিপুল সংখ্যাক অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সেরা দু’টি প্রতিষেধক অনুমোদনের জন্য নির্ধারণ করেছেন গবেষকরা।

তাদের বিশ্বাস, প্রতিষেধকটি এই গ্রীষ্মের পরেই ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে।

বর্তমানে জার্মানি, যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির গবেষণা চলছে। তবে তাদের কোনো প্রতিযোগিতায় যেতে রাজি নন লুইগি। তার কথায়, ‘করোনার সাথে সবাই লড়ছে। আমরা কারো সাথে প্রতিযোগিতা করছি না। বরং সবার সহায়তা পেলেই লড়াই সার্থক হবে।’

সূত্র : আরব নিউজ, সিএনবিসি

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নিরাপত্তার জন্য নতুন পেজ চালু করেছে হোয়াটসঅ্যাপ
ডিজিটাল নিরাপত্তা আইনে মে মাসে গ্রেপ্তার ২৮ জন
আইএমএফের শর্তের প্রতিফলন থাকবে
মরিনহোর রোমাকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন সেভিয়া
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট
প্রবাসীদের সর্বোত্তম সেবা দিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

আরও খবর