*সময় সংবাদ লাইভ রির্পোটঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনে ভর্তির আবেদনের সময়সীমা বাড়িয়েছে বুয়েট প্রশাসন। গত শনিবার এই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য জানানো হয়। ওইদিন দুপুর ৩টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে বলে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।
এর আগে ১৫ এপ্রিল থেকে ভর্তির আবেদন শুরু হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নেয়া হবে দুই ধাপে। এর মধ্যে প্রাক-নির্বাচনি পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। এবার করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আবেদন করার নিয়ম ও ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার সব কার্যক্রমের খবর বুয়েটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।