Header Border

ঢাকা, সোমবার, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

মহাজোটের মনোনয়নে হতাশ জাতীয় পার্টি

সময় সংবাদ রিপোর্ট:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে এখনো প্রত্যাশিত আসন না পাওয়ায় হতাশ জাতীয় পার্টি (জাপা)। রংপুর-৩ ছাড়াও ঢাকা-১৭ ও নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু ঢাকা-১৭ এ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে চিত্রনায়ক ফারুককে এবং নারায়ণগঞ্জ-১ আসনে গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীককে। আর ঢাকা-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সালমান এফ রহমানকে। অন্যদিকে পটুয়াখালী-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জাপা মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার; সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ধর্মমন্ত্রী শাজাহান মিয়াকে। চট্টগ্রাম ৯ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু; মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে।

জানা গেছে, প্রত্যাশা আর প্রাপ্তিতে ফারাক থাকায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা হতাশ। শেষ পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়ায়Ñ এটা জানার অপেক্ষায় দলটির নেতাকর্মীরা। জাপা নেতারা মনে করছেন, তাদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে না। তবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের দুই নেতা জানান, জাতীয় পার্টির নেতাদের প্রত্যাশিত আসনে মনোনয়ন দেওয়া না হলেও যেখানে মনোনয়ন দিলে তারা জয়ী হতে পারবেন, সেখানে ঠিকই দেওয়া হচ্ছে। এখনো দর কষাকষি চলছে। আশা করা যায়, ভালোভাবেই তা শেষ হবে। এসব বিষয় নিয়ে জাতীয় পার্টির সঙ্গে কথা বলতে চাইলে কোনো নেতাই কথা বলতে সম্মত হননি। খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহ-৪ আসনে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, লালমনিরহাট-৩ আসনে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, চট্টগ্রাম-৫ এ আনিসুল ইসলাম মাহমুদ, রংপুর-১ এ মসিউর রহমান রাঙ্গা, ঢাকা-৬ এ কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৪ এ সৈয়দ আবু হোসেন বাবলা, কিশোরগঞ্জ-১ থেকে মুজিবুল হক, খুলনা-১ এ সুনীল শুভ রায়, গাইবান্ধা-১ এ শামীম হায়দার পাটোয়ারী এবং ফেনী-৩ এ জাপায় সদ্য যোগদানকারী লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীর মনোনয়ন প্রাপ্তি এখনো পর্যন্ত চূড়ান্ত। গতকাল রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত এসব আসনে আওয়ামী লীগ বা জোটের কাউকে মনোনয়ন দেওয়ার খবর শোনা যায়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ দম্পতিকে আটক
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
লোডশেডিং হতে পারে আরও দুই সপ্তাহ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বার্নিকাটের গাড়িতে হামলা : অধিকতর তদন্ত প্রতিবেদন ৯ জুলাই
দেশের সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছে জাপান: আমীর খসরু
নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরও খবর