Header Border

ঢাকা, শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২০.৯৬°সে

যত দিন অপ্রদর্শিত আয় থাকবে, ততদিন কালো টাকা সাদা করা যাবেঃঅর্থমন্ত্রী

সময় সংবাদ লাইভ রির্পোটঃ আগামী অর্থবছরের (২০২১-২২) বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখছে সরকার। তবে আগামী বছর কোন কোন খাতে কালো টাকা সাদার করার সুযোগ থাকছে তা জানা যাবে জুনে সংসদে উত্থাপিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। এমনটা জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দেশের অর্থনীতিতে যত দিন অপ্রদর্শিত আয় থাকবে, ততদিন পর্যন্ত কালো টাকা সাদা করার এই সুযোগ বিদ্যমান থাকবে বলেও জানান মন্ত্রী।
বুধবার (১৯ মে) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, ‌‘আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেবে। কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগটি, যতদিন দেশের অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থ থাকবে, ততদিন দেওয়া হবে।’
এর আগে গত ২৪ মার্চ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘বাজেটে যে জায়গাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কিনা, তা এই মুহূর্তে বলা যাবে না। জুনে সংসদে বাজেট দেওয়ার সময় জানা যাবে।’
পুঁজিবাজার, ব্যাংক আমানতে, নগদ টাকা, ফ্লাট কেনাসহ সব ক্ষেত্রে বিনা প্রশ্নে ১০ শতাংশ কর দিয়ে সবশেষ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়।
সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দাম বাড়ল এলপিজির
মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
টাকার সঙ্কটে অসহায় ব্যাংক
আবার বেড়েছে ডিমের দাম
অর্থনীতির সংকট কেটে যাওয়ার আভাস নেই
খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়াল

আরও খবর