Header Border

ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২১.৩২°সে

শনাক্ত সাড়ে তিন হাজারের বেশি, মৃত্যু ২৫

সময় সংবাদ লাইভ রির্পোটঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাড়ে তিন হাজারের বেশি মানুষের মধ্যে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন আরও ২৫ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে তিন হাজার ৫৬৭ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। সবমিলিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জন।

গত একদিনে করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮ ও নারী সাতজন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৭৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৭ হাজার ৯০৯ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৯ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেলেও গত কয়েক সপ্তাহ ধরে তা ক্রমশ বাড়ছে। এটাকে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দূষণে ঢাকাকে ছাড়িয়ে কুমিল্লা।
বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের
হাসপাতালে খালেদা জিয়া
জরায়ুমুখের ক্যান্সার রোধে আগামী সেপ্টেম্বর থেকে টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আরও খবর