Header Border

ঢাকা, রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৬৬°সে
শিরোনাম

শাহজাদের তাণ্ডব : ১৬ বলে ৭৪

সময় সংবাদ রিপোর্ট:৫টি চার ও ৫টি ছক্কার ১২ বলে হাফসেঞ্চুরি৷ সব মিলিয়ে ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৭৪ রানের অবিশ্বাস্য অপরাজিত ইনিংস৷ টি-১০ লিগে এমন ধ্বংসাত্মক ব্যাটিং করলেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ৷

প্রতিপক্ষ সিন্ধিসের বোলাররা কেউই হেলাফেলার নয়৷ জোফ্রা আর্চার ছাড়া বাকি তিনজন আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম৷ চারজন বোলারকেই এদিন কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনেন রাজপুতসের শাহজাদ-ম্যকালাম জুটি৷ পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ এক ওভারে খরচ করেন ২০ রান৷ জোফ্রা আর্চার ওক ওভারে ২৩ রান হজম করনে৷ তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে শ্রীলঙ্কার থিসারা পেরেরার এক ওভারে ৩০ রান তোলেন আফগান তারকা৷ অস্ট্রেলিয়ার ফাওয়াদ আহমেদ এক ওভারে ২৩ রান দিয়ে বসেন৷

জয়ের জন্য লক্ষ্য ছিল ১০ ওভারে ৯৫ রানের৷ অবিশ্বাস্যভাবে মাত্র চার ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৬ রান তুলে ম্যাচ পকেটে পোরে রাজপুতস৷ ম্যকালাম ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন৷ শাহজাদের খেলা বলগুলো পর পর সাজিয়ে দিলে তার ব্যাটিং সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়৷ প্রতিটা বলে যেভাবে রান করেছেন আফগান তারকা, তা তুলে ধরলে ছবিটা দাঁড়ায়- ১, ৪, ৬, ৪, ৪, ৬, ১, ৬, ৬, ৪, ৬, ৪, ৪, ৬, ৬, ৬৷
তার আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিন্ধিস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান তোলে৷ শেন ওয়াটসন ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪২ রান করেন৷ বাকিরা কেউ দু’অঙ্কে পৌঁছতে পারেননি৷ মুনাফ প্যাটেল ২০ রানে ৩ উইকেট নেন৷

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর