Header Border

ঢাকা, রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২২.৯৬°সে

শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

সময় সংবাদ রিপোর্ট:শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-০ তে জয় পেল ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে নেইমারের দুর্দান্ত কর্নার কিকে হেড করে জয়সূচক গোল করেন মিরান্দা। এ জয় আর্জেন্টিনার বিপক্ষে ৪১তম জয় ব্রাজিলের।

মঙ্গলবার রাত ১২টায় জেদ্দায় শুরু হয় এ প্রীতি ম্যাচ। খেলার শুরু থেকেই ফুটবলের ল্যাটিন ছন্দ উপভোগ করতে থাকে ফুটবল প্রেমীরা।

খেলার প্রথমার্ধে নেইমার, কুতিনহোকে কয়েকবার আর্জেন্টিনার রক্ষণভাগে ঢুকে পরে। কিন্তু রোমেরোকে পরাস্ত করতে পারেনি তারা। প্রথমার্ধ গোলশুন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে এসে জলসে ওঠে দিবালা ও ইয়াকার্দে। দিবালার কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়।

খেলার ৬৮ মিনিটের মাথায় অবৈধভাবে বল কেড়ে নিতে গেল রেফারির বাঁশি শুনতে হয় নেইমারকে। এ সময় হলুদকার্ড দেখতে হয় তাকে।

৯০ মিনিট পেরিয়ে গেলেও তখনও গোলের দেখা পায়নি কোনো দলই। অতিরিক্ত সময়ে ব্রাজিল আর্জেন্টিনাকে চেপে ধরে। মেসিবিহীন আর্জেন্টিনার রক্ষণভাগে ফাটল ধরাতে ব্যস্ত হয়ে পড়েন নেইমার, কুতিনহো।

অতিরিক্ত সময়ে কর্নায় পায় ব্রাজিল। ব্রাজিলের ৪র্থতম কর্নার কিক নেন নেইমার। নেইমারের বাঁকানো শটে মাথা ছোঁয়ান মিরান্দা। রোমেরোকে পাশ কাটিয়ে বল ঢুকে নীল-সাদাদের জালে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাসানের ফাইফারে ১০১ রানেই শেষ আয়ারল্যান্ড
ইয়াসিরের জায়গায় মিরাজ নাকি অপরিবর্তিত একাদশ?
গরীব ঘরের ছেলে থেকে যেভাবে হলেন আজকের মুস্তাফিজ। মুস্তাফিজুরের জীবন কাহিনী!
‘ভদ্রলোক’ তামিমকে মুশফিকের কৃতজ্ঞতা
মাঠে নামছে আর্জেন্টিনা; ফিরলেন মেসি।
সিরিজ জয়ের মিশন: মিরাজকে ছাড়াই নামছে বাংলাদেশ।

আরও খবর