Header Border

ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে

শ্রীলংকায় বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৯

ডেইলি নিউজ ডেস্ক রিপোর্ট॥ শ্রীলংকায় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে তিনটি গির্জা ও তিনটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে। বুধবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
হাসপাতালে চিকিৎসা নেয়া অবস্থায় আহত বেশ কয়েকজন মারা যায়। এতে মৃতের সংখ্যা বেড়ে গেছে। এই হামলায় অন্তত ৫শ’ জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে শ্রীলংকার সরকার এই ঘটনার সঙ্গে স্থানীয় চরমপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামা’আত এর সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা চালাতে সংগঠনটি ‘আন্তর্জাতিক’ জঙ্গিদের সহায়তা পেতে পারে।
মঙ্গলবার রাতে শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গণমাধ্যমকে বলেন, ‘এই ঘটনার সঙ্গে বিদেশের সংশ্লিষ্টতা রয়েছে এবং কিছু প্রমাণ সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা এই ঘটনার সঙ্গে আইএসআইএস এর সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছি।’
গতরাতে শ্রীলংকা পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরো ১৮ জনকে আটক করেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের নিন্দা
পান থেকে চুন খসলেই অস্বাভাবিক শাস্তি দিচ্ছে সরকার
আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ।
সৌদি-ইরান সম্পর্ক যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো
টাকার বিনিময়ে ব্লু ব্যাজ দেওয়া শুরু করলো ফেসবুক।

আরও খবর