সময় সংবাদ রিপোর্ট:আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রোববার জরুরি সংবাদ সম্মেলন করছে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট। দুপুর ১২টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ২০ দলের সংবাদ সম্মেলনের কথা নিশ্চিত করেছেন। অন্যদিকে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনের কথা নিশ্চিত করেছেন এর নেতারাই।