Header Border

ঢাকা, শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৫.৯৬°সে

৫০ হাজারের বেশি সেন্ড মানিতে বিকাশের খরচ বাড়ল

মোবাইলের মাধ্যমে সেন্ড মানি ৫০ হাজার টাকার বেশি পাঠালে এখন থেকে ১০ টাকা করে চার্জ কাটবে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’। যা আগে ছিল পাঁচ টাকা। এছাড়া প্রিয় পাঁচটি (এফএনএফ) নম্বরে ২৫ হাজার টাকা পর্যন্ত পাঠাতে কোনো চার্জ কাটবে না। সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকরা ওই পাঁচটি নম্বরে টাকা পাঠাতে পারবেন।

গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম।
শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বিকাশের গ্রাহক এখন পাঁচ কোটি ছাড়িয়ে গেছে। আমরা দেখেছি, এদের মধ্যে প্রায় ৯০ শতাংশ গ্রাহকই প্রতি মাসে গড়ে তিন থেকে চারটি নম্বরে বেশি লেনদেন করে থাকে। তাদের কথা বিবেচনা করে প্রিয় পাঁচটি নম্বরে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিকাশের মোট গ্রাহকের দুই থেকে তিন শতাংশ গ্রাহক ৫০ হাজার টাকার উপরে লেনদেন করে থাকেন। তাদের টাকা পাঠানোর খরচ বেড়েছে। তাদের সেন্ড মানির চার্জ ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।
*২৪৭# কিংবা বিকাশ অ্যাপ ব্যবহারকারী উভয় শ্রেণির গ্রাহকের জন্যই নতুন এই উদ্যোগে সেন্ড মানি ফ্রি সুবিধা পাবেন।
সময় সংবাদ লাইভ /৩০মার্চ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পড়াশোনার পাশাপাশি সবজি চাষে দুই যুবকের সাফল্য
বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৩ হাজার মেগাওয়াটেই সীমাবদ্ধ থাকছে
বাড়ির ট্যাংকে ঝিনুক থেকে মুক্তা চাষ করে মাসে ৩ লক্ষ টাকা আয়
সুনামগঞ্জে শিলাবৃষ্টি, বোরো ফসলের ক্ষতি
কমছে মুরগির দাম, ইফতারি তৈরির উপকরণের দামও নিম্নমুখী
গরুর মাংসের কেজি ৭৫০ টাকা কেন, প্রশ্ন এফবিসিসিআই সভাপতির।

আরও খবর