Header Border

ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

অভিনেতা কে এস ফিরোজ আর নেই

সময় সংবাদ লাইভ রিপোর্ট দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট অভিনেতা কে এস ফিরোজ (৭৫) আর নেই। আজ ৯ সেপ্টেম্বর,  বুধবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জ্বর,  শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ করোনা উপসর্গ দেখা দিয়েছিল তার। মৃত্যুকালে কে এস ফিরোজ স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘গতকাল তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা নিউমোনিয়া হওয়ার কথা বলেছেন।’

এরপর ইনজেকশন দিলে তার অবস্থার আরো অবনতি হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থান তিনি মারা গেছেন বলে জানান তিনি।

চয়নিকা আরো বলেন, ‘আমার অনেক নাটকেই এই গুণী শিল্পী অভিনয় করেছেন। সকাল বেলাই এমন দুঃসংবাদ মেনে নিতে পারছি না।’

১৯৭৭ সালে মেজর হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেন  কে এস ফিরোজ। তার অভিনয়জীবন শুরু হয় মঞ্চে। নাট্যদল ‘থিয়েটার’-এর সাথে সম্পৃক্ত হয়ে একে এক কাজ করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘কিং লিয়ার’ ও ‘রাক্ষসী’র মতো মঞ্চনাটকে। এরপর টিভি পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

‘দীপ তবুও জ্বলে’ নাটকে প্রথম টিভি পর্দায় দেখা যায় তাকে। এতে তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহীম। আর তার প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। এছাড়া ‘শঙ্খনাদ’, ‘ বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’তেও অভিনয় করেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আরও খবর