Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৯৬°সে

আজ প্রায় ৩ ঘণ্টাব্যাপী চন্দ্রগ্রহণ

আজ প্রায় ৩ ঘণ্টাব্যাপী চন্দ্রগ্রহণ  সময় সংবাদ লাইভ রিপোর্ট : আজ রবিবার বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় সকাল ৯ টা ৪ মিনিটে এই গ্রহণ শুরু হয়েছে। সর্বোচ্চ গ্রহণ হবে সকাল ১০টা ৩০ মিনিটে। আর চন্দ্রগ্রহণটি শেষ হবে বেলা ১১টা ৫৫ মিনিটে।

তবে বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে না।
গ্রহণটির কেন্দ্রীয় গতিপথের বিবরণ দিয়ে আবহাওয়া অধিদফতর জানায়, উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনসিওন শহরে এবং গ্রহণ শেষ হবে পেরুর লিমা শহরে।

বিশ্বের ৪টি অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে। লাতিন আমেরিকার সব দেশ। এছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। আফ্রিকার দেশগুলো দেখতে পাবে। পশ্চিম ইউরোপের ব্রিটেন, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ বেশ কিছু দেশের মানুষ দেখতে পাবেন এই চন্দ্রগ্রহণ।

যখন এক সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনও দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ১৪
ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল !

আরও খবর