Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.৯৬°সে

ইউএনওকে ‘স্টুপিড’ বললেন বরিশাল সিটি মেয়র সাদিক

সময় সংবাদ রিপোর্ট : ব‌রিশালে জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভোট দি‌তে ক‌ক্ষে প্রবে‌শের সময় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর সাথে ব‌রিশাল সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ম‌নিরুজ্জামানের বাগ‌বিতণ্ডা হ‌য়ে‌ছে। এসময় ‌ইউএনওকে স্টু‌পিডও ব‌লেন মেয়র।

সোমবার সকাল সোয়া ৯টার দি‌কে ব‌রিশাল জিলা স্কুল কে‌ন্দ্রে এ ঘটনা ঘ‌টে।

মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর ফেসবুক পে‌জে করা লাইভে দেখা যায়, সকাল ৯টার দি‌কে জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভো‌ট দি‌তে ব‌রিশাল জিলা স্কুলের এক নম্বর ভোটক‌ক্ষে প্রবে‌শের সময় ব‌রিশাল সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ম‌নিরুজ্জামান মেয়র সা‌দিক আব্দুল্লাহ‌কে দল বে‌ধে ভোটক‌ক্ষে প্রবেশ না কর‌তে অনু‌রোধ ক‌রেন। এসময় ইউএনও এর সা‌থে বাগ‌বিতণ্ডায় জড়ান মেয়র।

মেয়র সা‌দিক উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে ব‌লেন, ‘আমি কি ঢুক‌ছি এখা‌নে? আমি কি ঢুক‌ছি? কেন সিন ক্রিয়েট কর‌তে‌ছেন? আপ‌নি কে? তারপরও আপ‌নি কথা বলতে‌ছেন। আমি কি বাচ্চা শিশু? স্টু‌পি‌ডের মতো কথা ব‌লেন।’

এসময় ইউএনও ব‌লেন, ‘চেয়ারম‌্যান ম‌হোদয় আমি আপনা‌দের চি‌নি। আমি এমন কিছু ব‌লি‌নি।’

ব‌রিশাল সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ম‌নিরুজ্জামান সাংবা‌দিক‌দের ব‌লেন, মেয়র সের‌নিয়াব‌াত সা‌দিক আব্দুল্লাহর সাথে আমার বাগ‌বিতণ্ডার খবর স‌ঠিক নয়।

ব‌রিশাল সি‌নিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প‌রিষদ নির্বাচ‌নে সহকা‌রি রিটা‌র্নিং অ‌ফিসার নুরুল আলম ব‌লেন, ভোটক‌ক্ষে ফেসবুক লাইভ করার কো‌নো বিধান নেই।

উল্লেখ্য, ২০২১ সা‌লের ১৮ আগস্ট রা‌তে ব‌্যানার অপসারণ‌কে কেন্দ্র ক‌রে সাবেক উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মু‌নিবুর রহমানের সাথে বি‌রো‌ধে জড়ান মেয়র সা‌দিক আব্দুল্লাহ। এসময় গু‌লি বর্ষণের ঘটনা ঘ‌টে। এতে পাল্টাপা‌ল্টি তিন‌টি মামলা হয়।

সূত্র : ইউএনবি

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ১৪
ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল !

আরও খবর