Header Border

ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৬.৯৬°সে

ইয়াসিরের জায়গায় মিরাজ নাকি অপরিবর্তিত একাদশ?

সময় সংবাদ রিপোর্টঃ  প্রথম ম্যাচের আগের দিন ফুটবল অনুশীলনে চোখে আঘাত পেয়েছিলেন দারুণ ছন্দে থাকা স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ। প্রথম ম্যাচে তাই একাদশে ছিলেন না তিনি। বিশ্রামে রাখা হয়েছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও।

সিলেটে প্রথম ম্যাচে রেকর্ড ৩৩৮ রান তুলে ১৮৩ রানে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দলীয় সর্বোচ্চ রানের ওই রেকর্ড ভেঙে টাইগাররা করে ৩৪৯ রান। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। শেষ ওয়ানডে ম্যাচ তাই সিরিজ নির্ধারণী।

ওই ম্যাচে মেহেদি হাসান মিরাজ কি একাদশে ঢুকবেন? নাকি দুই ম্যাচে স্লগারের দায়িত্ব পালন করা ইয়াসির রাব্বি খেলে যাবেন। অবশ্য সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে দুই স্পিনার নিয়ে খেলার চিন্তায় বাঁ-হাতি নাসুম আহমেদকে বসিয়ে মিরাজকে খেলানোর সুযোগ আছে।

যদিও তাইজুল ইসলামকে বিশ্রাম দিয়ে নাসুমকে দলে নেওয়ার বিষয়ে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে তারা আরেকজন বাঁ-হাতি স্পিনার দেখে রাখতে চান। সেজন্য নাসুমকে দলে নেওয়া। দ্বিতীয় ম্যাচ ভেসে যাওয়ায় নাসুম আরেকটা সুযোগের দাবি করতেই পারেন।

এর বাইরে ব্যাটিং অর্ডারে পরীক্ষার তেমন সুযোগ নেই। অফ ফর্মে থাকা আফিফ হোসেকে শেষ ম্যাচে দেখার এবং ফর্মে ফেরার সুযোগ দেওয়া যেত। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে দল থেকে বাদ দিয়ে ডিপিএলে পাঠিয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পেসার মুস্তাফিজুরকে বিশ্রাম দেওয়া হয়েছিল। শেষ ম্যাচেও তার জায়গায় খেলানো হতে পারে হাসান মাহমুদকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর