Header Border

ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৯.৯৬°সে

কমছে পেঁয়াজের দাম

সময় সংবাদ লাইভ রিপোর্ট : স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করায় পেঁয়াজের দাম কমেছে। এছাড়াও মিয়ানমার থেকেও বেশ কিছু পেঁয়াজ এসেছে। এর প্রভাবে গতকাল ১৯ সেপ্টেম্বর, শনিবার বাজারে কেজিপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম।

কাওয়ানবাজারে পাইকারি হিসেবে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে ৮-১০ টাকা করে কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখানে দেশি পেঁয়াজের পাইকারি দর এখন ৭০-৭২ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৫২-৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

প্রায় সপ্তাহ খানেক দেশের পেঁয়াজের বাজার অস্থিতিশীল হওয়ার পর ফের দাম কমায় ভোক্তাদের মধ্যে খানিকটা স্বস্তি ফিরতে শুরু করেছে। গত ১৩ সেপ্টেম্বর, রবিবার হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। এর পরদিন থেকেই তা বন্ধ হয়ে যাওয়ায় দেশে পেঁয়াজের দাম হু-হু করে বাড়তে থাকে। ভারতীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০-১১০ টাকা এবং দেশি পেঁয়াজের দাম ১৩০ টাকা পর্যন্ত ওঠে।

পরবর্তীতে পেঁয়াজ রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত শিথিল করার জন্য ভারত সরকারকে চিঠি দেয় বাংলাদেশ। এর প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর, শুক্রবার ভারত সরকার জানায়, আগে এলসি খোলা হয়েছে এমন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা যাবে। এর পরিমাণ প্রায় আড়াই হাজার টন বলে জানা গেছে।

এরপর কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গতকাল অন্তত ৫০০ টনের মতো পেঁয়াজ বাংলাদেশে আসে। মিয়ানমার থেকেও বেশ কিছু পেঁয়াজ এসেছে। যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এখন পেঁয়াজের দাম আরো কমার অপেক্ষা করছেন ক্রেতারাও।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আরও খবর