Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৮.৯৬°সে

চালক ও যাত্রীদের ভোগান্তি কে উপেক্ষা করে চালু করে দেওয়া হল গণমাধ্যম রাইড শেয়ারিং সেবা উবার।

সময় সংবাদ লাইভ রির্পোটঃ চালক ও যাত্রীদের ভোগান্তি কে উপেক্ষা করে চালু করে দেওয়া হল গণমাধ্যম রাইড শেয়ারিং সেবা উবার।

করোনা সংক্রমণ রোধের বিধি-নিষেধ মেনে চলতে হবে সবার। পাশাপাশি চালক ও যাত্রী কে সচেতন থাকতে হবে।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় তারা গণমাধ্যমে সেবা চালুর বিষয়ে বিবৃতি পাঠিয়েছে।এরআগে রাইড শেয়ারিং অ্যাপ খুলে দেওয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) নির্দেশনা অনুযায়ী উবারের সেবা চালু করা হয়েছে। তবে বিবৃতিতে উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব সিটি করপোরেশনের এলাকায় শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সরকারের এই বিজ্ঞপ্তির আলোকেই উবার তাদের সেবা চালু করেছে।

সিটি করপোরেশন এলাকার মধ্যে উবার সেবা নেওয়া যাবে।

রাইড শেয়ারিং অ্যাপ খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে দুপুরে পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, সোনারগাঁও মোড়, বাংলামোটর ও শাহবাগ এলাকাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে রাইড শেয়ারিংয়ের চালকরা।

চালকদের অভিযোগ, তারা রাইড শেয়ারিং করেই জীবিকা নির্বাহ করেন। তাই সরকারি নির্দেশনার পরও রাস্তায় নেমেছেন। এই জন্য ট্রাফিক সার্জেন্টরা অনেক চালককে অহেতুক মামলা দিয়েছে। তাই তারা রাইড শেয়ারিং বন্ধ না করার দাবিতে বিক্ষোভ করেছেন।

করোনা রোধে গত সোমবার গণপরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। একই সঙ্গে রাইড শেয়ারিং অ্যাপও বন্ধ করে দেওয়া হয়। পরে অ্যাপ খুলে দেওয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়।

মোঃনূর আমিন আকন

স্টাফ রির্পোটার।

সময় সংবাদ লাইভ /৭এপ্রিল

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর