Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

টানা তিন নাকি অপেক্ষা

সময় সংবাদ রিপোর্টঃ  ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে বাদ দিলে সবশেষ কয়েকটি ম্যাচে টানা জয়ের সুখস্মৃতি পেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে দুটি সিরিজ জিতেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সেটাকে টানা তিনে নেওয়ার সুযোগ সাকিব আল হাসানদের সামনে।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ বুধবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। আসন্ন ম্যাচে শেষ হাসি হাসলে আন্তর্জাতিক ক্রিকেটে টানা তিনটি সিরিজ জয়ের স্বাদ পাবে লাল সবুজের দল। হারলেও একটা সুযোগ থাকবে স্বাগতিকদের সামনে। কারণ সিরিজের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ ফের মাঠে নামবে দুই দল।

চলতি মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে একদিনের সিরিজ হেরে যায় বাংলাদেশ। শেষ ওয়ানডেতে একমাত্র জয়টি তুলে নেয় তামিম ইকবালের দল। সে জয়কে পুঁজি করে জস বাটলারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিল বাংলাদেশ। এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নদের ধবল ধোলাইয়ের তিক্ত স্বাদ দেয় সাকিবরা।

আয়ারল্যান্ড ক্রিকেট দল

পরবর্তীতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে পঞ্চাশ ওভারের সিরিজ জিতে নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে সে সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও আইরিশদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। গত ২৭ মার্চ বিশ ওভারের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে সফরকারী দলের বিপক্ষে ২২ রানে জয় তুলে নেয় স্বাগতিক শিবির।

রনি তালুকদার ও লিটন কুমার দাসের ঝড়ো ব্যাটিংয়ে ভর দিয়ে ১৯.৪ ওভারে ২-৭ রান জড়ো করে বাংলাদেশ। পরবর্তীতে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় অতিথিদের সামনে। সে লক্ষ্য তাড়া করতে নেমে ৮১ রানের বেশি করতে পারেনি ইউরোপের দলটি। সিরিজ বাঁচিয়ে রাখতে চাইলে আজ জিততেই হবে তাদের।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর