Header Border

ঢাকা, বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

দেশে আফগানিস্তানের মতো তালেবান রাজনীতির উত্থান ঘটতে যাচ্ছে

সময় সংবাদ লাইভ রির্পোটঃ  সরকার পরিবর্তনে জনগণ তার ভোটাধিকারের ক্ষমতা ফিরে না পেলে দেশে আফগানিস্তানের মতো তালেবান রাজনীতির উত্থান ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে মানুষের কোনো ভোটাধিকার নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত নন, তারা জোর করে ক্ষমতায় আছেন।

তিনি আরও বলেন, এভাবে দিনের দিন দিন চলতে থাকলে, জনগণকে যদি তার সরকারের পরিবর্তনের ক্ষমতা ভোটাধিকার ফিরিয়ে দেওয়া না হয় তাহলে দেশে আফগানিস্তানের মতো তালেবান রাজনীতির উত্থান ঘটবে। এটা হলে তার জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে।

গণতন্ত্র ফেরানোর সবার নৈতিক দায়িত্ব হয়ে গেছে উল্লেখ করে বিএনপিকে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে বলেও মন্তব্য করে তিনি।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন
ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ করবে বিএনপি
বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি হবে ‘মরার উপর খাঁড়ার ঘা’: রিজভী
নির্বাচনের আগে বিএনপিকে ভাঙ্গার চেষ্টা হয়েছিল : আমীর খসরু
মির্জা ফখরুল-খসরুর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ প্রত্যাহার, আজই মুক্তি

আরও খবর