Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৯৬°সে

দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে।

সময় সংবাদ রিপোর্টঃ  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভোট নেওয়া শুরু হয়। তবে সকাল থেকে ভোট কেন্দ্রে বিএনপিপন্থী আইনজীবীদের কাউকে দেখা যায়নি।

নির্বাচন পরিচালনাকে ঘিরে পুলিশের হামলাসহ গত দুদিনের ঘটনার বর্ননা আপিল বিভাগে তুলে ধরেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগে ঘটনার বর্ণনা করেন তারা। এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আপনারা ১১টার সময় খাস কামরায় আসেন। প্রয়োজন হলে অ্যাটর্নি জেনারেলকে ডেকে নেবো।

পরে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির খাস কামরায় যান। সেখানে তারা প্রধান বিচারপতির কাছে অভিযোগ তুলে ধরছেন।

গতকাল বুধবার প্রথম দিনে ধস্তাধস্তি ও হট্টগোলের কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে ভোটগ্রহণ শুরু হলেও আজ তেমন কোনো ঘটনা ঘটেনি। দুই ঘণ্টার বিলম্বে শুরু হওয়ার পর গতকাল একটানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

বুধবার সকালে ভোটগ্রহণ শুরুর আগে হইচই, হট্টগোল এবং আওয়ামীপন্থী আইনজীবীদের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

উভয়পক্ষের হট্টগোলের সময় আইনজীবী সমিতির মিলনায়তনে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে অন্তত ১০ জন সাংবাদিক পুলিশের হামলার শিকার হন বলে জানা গেছে। আহতদের মধ্যে এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তারের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন প্রায় ৯ হাজার। ভোট শুরুর আগের দিন মঙ্গলবারও ভোটকে কেন্দ্র করে দিনভর হট্টগোল হয়েছে। নির্বাচন কমিশনার পদত্যাগ করার পর দু’পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মির্জা ফখরুল-খসরুর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ প্রত্যাহার, আজই মুক্তি
মানবতাবিরোধী অপরাধে ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড
ভাষার মাসের প্রথম দিনে হাইকোর্টে বাংলায় আদেশ-রায়
নির্বাচন শেষে কারামুক্তির আশা বিএনপি নেতাকর্মীর
বাতিলই থাকছে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা
৩০ দিনে বিএনপি-জামায়াতের ৬০০ নেতাকর্মীর কারাদণ্ড

আরও খবর