Header Border

ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৬.৯৬°সে

নলছিটি নাচনমহল বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

সময় সংবাদ লাইভ রির্পোটঃঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার নাচনমহল বাজার সংলগ্ন ব্রীজের দক্ষিণ ঢালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, বাজারের ব্যবসায়ীদের কাছে উপজেলার কমদেবপুর গ্রামের মনির ফকির, খসরু জোমাদ্দার, মিদুল ফকির, সোহাগ ফকির ও রানাপাশা গ্রামের রাকিব হাওলাদারের নেতৃত্বে স্থানীয় একটি বখাটে চক্র বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে ব্যবসায়ীদের মারধর করেন তারা। এছাড়াও বেশ কয়েকটি দোকানে বাকি খেয়েছে ওই বখাটে যুবকরা। সেই টাকা চাওয়ায় তারা ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এ চাঁদাবাজি ও জুলুম বন্ধ করতে প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

মানববন্ধনে বাজারের ব্যবসায়ী লুৎফর রহমান, হারুন মল্লিক, সবুজ মোল্লা, হনিফ মল্লিক, সুজন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

তবে মানববন্ধনে আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন মনির ফকির। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোহেল মাহমুদ, নলছিটি প্রতিনিধি, সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
৯৬ হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ১৪

আরও খবর