Header Border

ঢাকা, বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

পাওয়ার প্লেতে ‘পাওয়ার’ দেখাল বাংলাদেশ

সময় সংবাদ রিপোর্টঃ  চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুরুটাও দারুণ হয়েছে। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮১ রান।

সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওই সিরিজ শেষে চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নেমেছে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮১ রান।

পাওয়ার প্লেতে পাঁচ বোলার ব্যবহার করেছে আইরিশরা। তবুও পায়নি তাদের কাঙ্ক্ষিত সাফল্য। রনি তালুকদার ৩৭ ও লিটন দাস ৪০ রানে অপরাজিত আছেন। দুইজন মিলে ছক্কা হাঁকিয়েছেন ৫ টি। বাউন্ডারি ৭ টি। পাওয়ার প্লেতে মাত্র ৭ টি ডট বের করতে পেরেছিল আয়ারল্যান্ড। পাওয়ার প্লের পরের ওভারে আউট হন লিটন দাস। তার ব্যাটে আসে ৪৭ রান। আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

প্যাভিলিয়নে ফেরার আগে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েন লিটন দাস ও রনি তালুকদার। দুইজন মিলে যোগ করেন ৯১ রান। টি-টোয়েন্টির উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ১০২ রান তুলেছিল বাংলাদশ। নাঈম শেখ ও সৌম্য সরকার এই জুটি গড়েন ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

এছাড়াও পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে তোলা ৮১ রান এখন বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৪ রান করেছিল বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর