Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঘরে ঘরে শপথের আহ্বান ড. কামালের

ডেইলি নিউজ রিপোর্ট॥ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে অসমাপ্ত কাজকে সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, সত্যিকার অর্থে আমরা যদি বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চাই, তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য জীবন উৎসর্গ করার শপথ নিতে হবে। সত্যিকার অর্থে ষোলআনা গণতন্ত্র যেন আমরা ভোগ করতে পারি। সেজন্য পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে, শহরে ঘরে ঘরে শপথ নিতে হবে।
সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।
ড. কামাল হোসেন নেতাকর্মীদের কাছে প্রশ্ন রেখে বলেন, আমাদের দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কি হচ্ছে? আইনের শাসন আছে ? মানুষের ভোটের অধিকার আছে? এসময় সবাই না, না আওয়াজ তোলেন।
তিনি বলেন, আমি আরো আনন্দবোধ করতাম যদি সবাই হ্যাঁ, হ্যাঁ উত্তর দিতেন। আজকে স্বাধীনতার ৪৮ বছর পর কেন আমাদের একথা শুনতে হচ্ছে?

‘আপনারা পাড়া-মহল্লায় দেখেন, যারা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে বাধার সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা ধরে নেব তারা বঙ্গবন্ধুর আনুগত্য না করে উল্টো কাজটা করছে। যারা এদেশে গণতন্ত্র চলতে দিচ্ছে না, আমরা মনে করবো তারা বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করছে। যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে মানুষের উপর আক্রমণ করে, যারা তার কথা অমান্য করছে তাদেরকে চিহ্নিত করে আমাদের সকলে মিলে তাদের এক ঘরে করা দরকার।

প্রবীণ এ আইনজীবী আরও বলেন, আমি ইতিবাচকভাবে ঐক্যের কথা বলেছি। আমরা ১৬ কোটি মানুষের ঐক্য চাই। আজকে যারা ঐক্য ভয় পায়, তারা বলবে দেশের মানুষ বিভক্ত। আমি বলব ১৬ কোটি মানুষের মাঝে বৃহত্তর একটা ঐক্য বিরাজ করছে। মানুষের মৌলিক বিষয়ে যদি মতামত জানান ১৬ কোটি মানুষের একই মতামত দেবে।

আলোচনা সভার গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, মোকাব্বির খান, গণফোরাম নেতা ইঞ্জিনিয়ার সিরাজুল হক, গণফোরাম ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর