Header Border

ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

রিমান্ড শেষে ফের আদালতে সাহেদ করিম

সময় সংবাদ লাইভ রিপোর্ট: টানা ১০ দিনের রিমান্ড শেষে রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়াম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে ফের আদালতে তোলা হয়েছে। আজ ২৬ জুলাই, রবিবার সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়।

র‌্যাব সূত্র জানায়, সাতক্ষীরার অস্ত্র মামলায় সাহেদকে আরো ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

এর আগে বিভিন্ন প্রতারণা মামলায় গত ১৬ জুলাই তাকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড শেষ হয়েছে আজ। রিমান্ডে বিভিন্ন প্রতারণার কথা সাহেদ স্বীকার করেছেন বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

আটকের পর রিমান্ডের ১০ দিনের মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে ৬ দিন ছিলেন সাহেদ। পরে তার মামলা র‌্যাবের কাছে হস্তান্তর হলে বাকি ৪ দিন র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদ করে।

বেশ কিছু অভিযোগ পাওয়ার পর চলতি মাসের ৬ তারিখ রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। এরপরই পালিয়ে যান সাহেদ। পরে ১৫ ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর