Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৪২.৯৩°সে

শ্রীলংকায় বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৯

ডেইলি নিউজ ডেস্ক রিপোর্ট॥ শ্রীলংকায় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে তিনটি গির্জা ও তিনটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে। বুধবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
হাসপাতালে চিকিৎসা নেয়া অবস্থায় আহত বেশ কয়েকজন মারা যায়। এতে মৃতের সংখ্যা বেড়ে গেছে। এই হামলায় অন্তত ৫শ’ জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে শ্রীলংকার সরকার এই ঘটনার সঙ্গে স্থানীয় চরমপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামা’আত এর সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা চালাতে সংগঠনটি ‘আন্তর্জাতিক’ জঙ্গিদের সহায়তা পেতে পারে।
মঙ্গলবার রাতে শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গণমাধ্যমকে বলেন, ‘এই ঘটনার সঙ্গে বিদেশের সংশ্লিষ্টতা রয়েছে এবং কিছু প্রমাণ সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা এই ঘটনার সঙ্গে আইএসআইএস এর সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছি।’
গতরাতে শ্রীলংকা পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরো ১৮ জনকে আটক করেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল !
‘পৃথিবীর কোনো শক্তিই আমাদের বিরত রাখতে পারবে না’-নেতানিয়াহু
বাংলাদেশী নাবিকদের হত্যার হুমকির জলদস্যুদের
রমজানে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশ
জেলেনস্কির সঙ্গে বৈঠকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আরও খবর