Header Border

ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

হেফাজতের আন্দোলনের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই: ফখরুল

সময় সংবাদ লাইভ রির্পোটঃ– জনগণের দাবি আদায়ের যেকোনো আন্দোলনে বিএনপির সমর্থন আছে এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, হেফাজতের আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার বিকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে জারি করা ১৮ দফা নির্দেশনা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণ অনেক বাড়ছে। কিন্তু সরকার তাদের উৎসব ঠিকই পালন করেছে। বিদেশি মেহমানরা চলে গেছেন। যেহেতু এখন উৎসব শেষ হয়েছে পালন করেছে এখন নির্দেশনা দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, করোনার ভয়ংকর পরিস্থিতির কথা জেনেও তথ্য গোপন করে সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠান করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

বিএনপি মহাসচিব প্রশ্ন রেখে বলেন, এখন যে ১৮ দফা নির্দেশনা দেয়া হলো এখানে সরকারের উদ্যোগটা কোথায়? সরকারের একটা মন্ত্রণালয় আছে তারা ঠিকভাবে প্রচার-প্রচারণা কি চালাতে পেরেছে।

সময় সংবাদ লাইভ /৩০মার্চ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন
ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ করবে বিএনপি
বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি হবে ‘মরার উপর খাঁড়ার ঘা’: রিজভী
নির্বাচনের আগে বিএনপিকে ভাঙ্গার চেষ্টা হয়েছিল : আমীর খসরু
মির্জা ফখরুল-খসরুর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ প্রত্যাহার, আজই মুক্তি

আরও খবর