Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৮.৯৬°সে

১১ ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলছে

সময় সংবাদ লাইভ রিপোর্ট : প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোর থেকে ওই রুটে চলাচল করছে ফেরি।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় চ্যানেলের ডুবোচরে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকা পড়ে। এ সময় ওই রুটে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। এতে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে নদীপারের অপেক্ষায় থাকে ছয় শতাধিক যানবাহন। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ডাম্প ফেরিগুলো বেশিরভাগ সময় বন্ধই থাকছে। নৌরুটের ১৮টি ফেরির মধ্যে তিনটি রো রোসহ মাত্র সাতটি ফেরি চলাচল করছে। আর মঙ্গলবার সন্ধ্যায় ডুবোচরে যে রো রো ফেরিটি আটকা পড়ে তা উদ্ধার হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর থেকে ফেরি চলাচল শুরু করেছে। তবে ডুবোচর ও প্রচণ্ড স্রোতে চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে নৌরুটে সাতটি ফেরি চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর